Śrī Śrīmad Bhaktivedānta Nārāyana Gosvāmī Mahāraja  •  100th Anniversary

Sripad B.V. Damodar Maharaja

India, Nabadwip

“গুরু কৃপাহি কেবলম্” গুরু পাদপদ্মের কৃপা আশীর্বাদ ছাড়া শিষ্যের এবং জগৎ জীবের কল্যাণ হতে পারে না, কারণ-

গুরুদেবের আবেদনে কৃষ্ণ দয়াময়,
এ হেন পামর প্রতি হবেন সদয়।”


গুরুদেব আমার কল্যাণের জন্য এবং ভগবানের করুনা পাবার জন্য তিনি ভগবানের কাছে আবেদন করবেন, তবে কি না ভগবান আমাকে কৃপা করবেন! গুরুদেব কেন আমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবেন?- একটি বাস্তব উদাহরণ দিতেছি- একসময় ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের হাতে একটি চিঠি আসিয়া পড়ে। প্রভুপাদ চিঠিটি পড়লেন, তারপর আমাদের পরম গুরুদেব কে ডাকলেন এবং বললেন-“বিনোদ তোমার মা অসুস্থ, তোমাকে তিনি দেখতে চান, তুমি বাড়ি গিয়ে মায়ের সাথে দেখা করে এসো।”


এই কথা শুনে পরম গুরুদেব প্রভুপাদকে প্রণাম করে চলে গেলেন। কয়েকদিন পর প্রভুপাদ বললেন- বিনোদ কোথায়? বিনোদ কি মা’কে দেখতে গিয়েছেন? মঠবাসী প্রভুরা বললেন বিনোদ বাড়িতে যায়নি আর সেই দিন থেকে খায়নি। প্রভুপাদ বললেন, বিনোদকে আমার কাছে একবার ডাকো। পরম গুরুদেব কে প্রভুপাদের সামনে আনা হলো, তুমি মাকে দেখিতে যাওনি কেন? বিনোদবিহারী প্রভু প্রভুপাদের প্রশ্নের উত্তর দিলেন এই ভাবে,- আমি এখন মাকে দেখিতে যাই, মা যদি আমার হাত ধরে বলে বিনোদ আমি মরার আগে বৌমার মুখ দেখতে চাই। তখন আমি কার কথা রাখব আপনার নাকি মা’য়ের কথা। আমি ধর্ম সংকটে পড়ে যাব। আর প্রভুপাদ, আপনার মত গুরু পেয়ে আমি হারাবো- আমি সব কিছু ত্যাগ করতে পারি, কিন্তু সবকিছুর জন্য আপনাকে ত্যাগ করিতে পারিবোনা কারণ-

“সকল জন্মে পিতা-মাতা সবে পায়
কৃষ্ণ গুরু নাহি মিলে, ভজহ হিয়ায়।”


আমি সকল জন্মে পিতা-মাতা পেয়েছি, কিন্তু গুরু কৃষ্ণ কোন জন্মেই পাই নাই। আমার পরম গুরুদেবের এই কথা শ্রবণ করে প্রভুপাদের দুই নয়ন দিয়ে অশ্রু ধারা বহিতে লাগিলো, আর প্রভুপাদ তার প্রিয় বিনোদ কে বুকে জড়িয়ে ধরলেন। এখন আমার প্রশ্ন, প্রভুপাদ তাঁর প্রতি প্রসন্ন হলেন কি না? প্রভুপাদ তাঁকে কৃপা করবেন কি না? এমন সেবকের জন্য ভগবানের কাছে আবেদন করবেন কি না? উঃ: ভগবানের কাছে আবেদন করিবেন। পরম গুরুদেব ছিলেন উত্তম সেবক, গুরু আজ্ঞাই তাঁর সবচাইতে বড় গুরু সেবা।

ঠিক সেইরূপ আমি জানিনা আমি গুরু সেবা করছি কিনা। তবে এটা বলতে পারি যে আমার যোগ্যতা নাই গুরু কৃপা পাওয়ার। কিন্তু গুরুদেব আমার প্রতি যে কৃপা করেছেন আমার অধিকার নেই অতটা পাবার। আমি আমার গুরুদেবের কাছে প্রার্থনা করি যেন গুরুদেবের কৃপা আশীর্বাদ সকলের প্রতি বর্ষিত হয়।